দেশজুড়ে

সেতাবগঞ্জ চিনিকলে বেতন ভাতার দাবিতে শ্রমিক-কর্মচারীদের ফের বিক্ষোভ 

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:০৬:০১ প্রিন্ট সংস্করণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ও কর্মচারী ৪ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ফের বিক্ষোভ করেছে। শনিবার (১৬ মে) সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন এর কার্যারয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রর্দশন করে শ্রমিক কর্মচারীরা। গত ৪ মাস ধরে মিলে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ কোন বেতন ভাতা না পয়ে পরিবার নিয়ে পেয়ে দুর্বিসহ জীবনযাপন করছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বার বার চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকে বেতন ভাতা পরিশোধের ব্যাপারে চাপ দিয়েও কোন ফল পাচ্ছেনা। শ্রমিকরা বেতন ভাতা পরিশোধের বিষয়ে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন। এছাড়াও  আখ চাষিরা তাদের বকেয়া টাকা পরিশোধের জন্য উক্ত বিক্ষোভে যুক্ত হয়। এর আগে গত ২৩ এপ্রিল তারিখে বেতন ভাতার দাবিতে শ্রমিক ও কর্মচারীরা একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ১০ মে মানববন্ধনসহ মাসব্যাপী নানা কর্মসূচি পালন কওে আসছেন। বিক্ষোভ কর্মসুচিতে অংশগ্রহন করেন, সেতাবগঞ্জ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপিত প্রশান্ত কুমার চৌহান চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবুলসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by