বরিশাল

স্বরপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের পিতাকে জরিমানা

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৭:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ

স্বরপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের পিতাকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে এসএসসি পাস এক ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। বিয়ে বন্ধ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বর শাহ জামালকে ৫০ হাজার ও কনের পিতা মো. মাহবুব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ছাত্রীর বাড়ি উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পুর্ব অলংকারকাঠি গ্রামে। সে এবছর অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। ওই ছাত্রীর বাড়িতে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বরকে ৫০ হাজার টাকা ও কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার নির্দেশ দেন। বর শাহ জামাল (৩৮) উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের নূর মোহাম্মদের পুত্র।

আরও খবর

Sponsered content

Powered by