বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছরেও বৈষম্যহীন দেশ পায়নি মানুষ : জিএম কাদের

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৫:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। সংবিধানের মূল চারটি নীতির তিনটি থেকেই সরে গেছে দেশ।’

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এবং ১১ দফা ছাত্র আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল হক জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান সদ্য যোগদানকারী নেতাকে স্বাগত জানিয়ে এ কথা বলেন। সেই সঙ্গে মোঃ সিরাজুল হককে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করেছে। প্রতিটি ক্ষেত্রে বৈষম্য করেছে আমাদের সাথে। পশ্চিম পাকিস্তানের এই আচরণ মেনে নিতে পারেনি দেশের মানুষ। এর প্রতিবাদে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে। আমরা অর্জন করেছি গৌরবোজ্জল স্বাধীনতা।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে সংবিধানে চারটি মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সংবিধানের চারটি মূল নীতি থেকেও আমরা দূরে সরে গেছি। সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণতন্ত্র আর নেই। আবার সমাজতন্ত্র বাদ দিয়ে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং দলীয়করণ করেছে। এতে সামাজিক ন্যায় বিচার আর নেই। পশ্চিম পাকিস্তানীরা আমাদের শোষণ করতো এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, বেগম পাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়। এছাড়া, জাতীয়তাবাদ বা নিজস্বতাও হারিয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে নেই কোনো উদ্যোগ। বিজাতীয় সংস্কৃতি গ্রাস করছে আমাদের স্বকীয়তা। শুধু ধর্ম নিরপেক্ষতা বজায় আছে। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টানসহ সব ধর্মের অনুসারীরা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাপার মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by