বাংলাদেশ

হামলাকারীর যাবজ্জীবন সাজার রায়ে যা বললেন জাফর ইকবাল

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:২৭:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় হামলাকারীর যাবজ্জীবন এবং আরও একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে।

মঙ্গলবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

জনপ্রিয় এ লেখক গণমাধ্যমকে বলেন, যাদের কথা শুনে তারা এরকম মনে করেন, তাদের প্রতি আমার ক্ষোভ আছে। যেহেতু তিনি একটা অপরাধ করেছেন, প্রচলিত আইনে তার সাজা হয়েছে। কিন্তু তার ওপর ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষোভ নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান। রায়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফয়জুল হাসানকে। আর চার বছরের কারাদণ্ড পেয়েছেন তার বন্ধু সোহাগ মিয়া।

জাফর ইকবাল বলেন, ফয়জুলের উপর আমার কোনো রাগ নেই। কিন্তু, তার মতো যারা মনে করেন এরকম করলে বেহেশতে যাবে, তাদের জন্য করুণা হয়।

আরও খবর

Sponsered content

Powered by