আন্তর্জাতিক

হামাসের সামরিক শাখার প্রধানকে হত্যায় ইসরাইলের দুই দফা হামলা

  প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৪:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্কঃ

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার জন্য দুই দফা বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনে গত ১০ দিন ধরে চালানো ইসরাইলের হামলার প্রধান টার্গেটই হচ্ছেন এ হামাস নেতা। মোহাম্মদ দাইফ হামাসের এজেদ্দিন আল-কাশেম ব্রিগেডের প্রধান। খবর আনাদোলু ও বিবিসির।

ইসরাইলের গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। গত ২৫ বছর ধরে তাকে হত্যার চেষ্টা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ।

এর আগে পাঁচবার- ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ ও ২০১৪ সালে ইসরাইলি হামলা থেকে প্রাণে বেঁচে যান এ শীর্ষ হামাস নেতা। এসব হামলায় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে হারান।

গত ১০ দিন ধরে ইসরাইলের বর্বরোচিত হামলায় ৬৩ শিশু ও ৩৪ নারীসহ ২২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলে এক সেনাসদস্য ও দুই শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by