আন্তর্জাতিক

হামাস ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, বলল ইসরায়েলি সেনাবাহিনী

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ৬:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

হামাস ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, বলল ইসরায়েলি সেনাবাহিনী

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে যাওয়া সেনারা বেশ ভালোই এগিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস। তবে তিনি সঙ্গে এও স্বীকার করেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য হামাসও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) স্কাই নিউজ অস্ট্রেলিয়ার সঙ্গে দেওয়া সাক্ষাতকারে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর এ কর্মকর্তা।

তিনি বলেছেন, ‘গাজার ভেতর আমাদের মিশন হলো হামাসের সঙ্গে যুদ্ধ করা এবং হামাসের প্রত্যেকটি শক্তিশালী অবস্থান— যেগুলো মাটির নিচের বাঙ্কারে রয়েছে সেগুলো ধ্বংস করা। আমরা পরিকল্পনা অনুযায়ী এটি ধীর এবং সূক্ষ্মভাবে করছি। গাজায় আমাদের অগ্রসর ভালো এবং শক্ত।’

‘যুদ্ধের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং একটি যুদ্ধক্ষেত্র। দুর্ভাগ্যজনকভাবে হামাস এই যুদ্ধের জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।’

‘যুদ্ধক্ষেত্র পুরোটি সুড়ঙ্গে ভরা। যারমধ্যে অনেকগুলো ছোট সুড়ঙ্গ। যেগুলো মূলত লড়াই করার জন্য তৈরি করা হয়েছে। এরমাধ্যমে হামাসের যোদ্ধারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারা সুড়ঙ্গ থেকে বের হয় আবার কিছুক্ষণ পরই মিলিয়ে যায়।’

‘আর কিছু সুড়ঙ্গ দীর্ঘ, গভীর এবং প্রশস্ত। কিন্তু আমরা ধীরে ধীরে সেসব সুড়ঙ্গে যাচ্ছি এবং প্রতিদিনই কোনো না কোনো সফলতা পাচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘ইসরায়েলি সেনাদের হামাসের সব নেতাকে হত্যা বা আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা, সেটি কার্যকর করেছে তাদের সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, হামাসের নেতারা এখন ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে আছে। আর এটি সময়ের ব্যাপার মাত্র— গাজার ভেতরে অথবা বাইরে— হামাসের এসব নেতাকে ধরা হবে বা হত্যা করা হবে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও খবর

Sponsered content

Powered by