বাংলাদেশ

হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যুর তদন্ত চায় গণসংহতি

  প্রতিনিধি ২১ মে ২০২১ , ৮:২১:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাষ্ট্রীয় হেফাজতে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল। শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনার তদন্ত চেয়ে দোষীদের বিচার দাবি করেন।

গণসংহতি আন্দোলনের এই শীর্ষ দুই নেতা বলেন, রাষ্ট্রের হেফাজতে থেকে যে কারও মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে। এই ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকারের  হেফাজতে থেকে নির্যাতনে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যুর মিছিল আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জে পুলিশের রিমান্ডে হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনা নিরপেক্ষ কর্তৃপক্ষ দ্বারা বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করে গণসংহতি। এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু একটা ভয়ংকর অপরাধ। এই অপরাধের তদন্ত  অভিযুক্ত সংস্থার মাধ্যমে হওয়া ন্যায়বিচারের পক্ষে একটা বড় বাধা। পুলিশ হেফাজতে মৃত্যুর তদন্ত বিচার বিভাগের মাধ্যমে নিরপেক্ষ ভাবে করতে হবে। বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া একে কখনোই স্বাভাবিক মৃত্যু বলা যায় না।

আরও খবর

Sponsered content

Powered by