বাংলাদেশ

৩০ টাকা ভাড়ায় কুড়িল থেকে যাওয়া যাবে বাণিজ্যমেলায়

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৮:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

প্রথমবারের মতো পূর্বাচলে আজ শনিবার থেকে শুরু হয়েছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন নির্মিত পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস চালু করেছে বিভিন্ন রুটে।
আজ শনিবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে শেওড়া, কুড়িল বিশ্বরোড টু আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেছেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম।

বাণিজ্য মেলায় বাস চালুর বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিআরটিসির ৬০ থেকে ৭০টি বাস চলবে বাণিজ্য মেলায়। প্রাথমিকভাবে ৫টি রুটে এ সেবা দেওয়া হবে। তার মধ্যে গাজীপুর, মিরপুর, জোয়ারসাহারা, গাজীপুর, মতিঝিল বিআরটিসির ডিপো থেকে এসব বাস যাবে বাণিজ্য মেলায়।

আরও খবর

Sponsered content

Powered by