দেশজুড়ে

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু ও ট্রাক্টর চাপায় যুবক নিহত

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৪:২৪:১২ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু ও ট্রাক্টর চাপায় যুবক নিহত

নাটোরের বড়াইগ্রামে পৃথক স্থানে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুপুত্র ও মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রেজুর মোড় এলাকার নিজামুদ্দিন প্রামাণিকের ছেলে হামিম (৫) এর লাশ বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার করে।

জানা যায়, বেলা ৪টার দিকে সে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলা করছিলো। সন্ধ্যা অবধি তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

ধারণা করা হচ্ছে. পুকুরে ফুটবলটি পড়ে গেলে সে তা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অপরদিকে রাত ১১ টার দিকে বড়াইগ্রাম ইউনিয়নের পিওভাগ গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় মেহেদী হাসান (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। সে নওগাঁর ধামাইরহাট চক ভবানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, সে নিজেই ট্রাক্টর চালক এবং ট্রাক্টর চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেখানে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content