ঢাকা

নরসিংদীতে হাসপাতালের অতিরিক্ত বিল জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর হামলা

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৯:০৪:১৮ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে অতিরিক্ত বিলের বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিক ও ব্লাড ডোনার গ্রুপের সেচ্ছাসেবক কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রাইম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত সোমবার মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন নরসিংদী প্রাইম জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের মারপিটে আহত হয়েছেন জে টিভির সাংবাদিক মো. মিজান ও স্থানীয় খোঁজ খবর পত্রিকার সাংবাদিক মারুফ মিয়া।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া তারা হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এতে সাংবাদিক ও সেচ্ছাসেবক কর্মীদের ওপর হামলার চিত্র ফুটে উঠে।

আহত সাংবাদিক মিজান বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ওপর চড়াও হয়। একপযার্য়ে তারা কৌশলে আমাদের চার তলায় নিয়ে মারপিট করে। তাদের হামলায় আমার চোখের নিচে কেটে গেছে’।

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে হাসপাতালের ডিরেক্টর মাকসুদ বলেন, ‘তারা দীর্ঘক্ষণ যাবৎ হাসপাতালে এসে ঝামেলা করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তারা আমাদের লোকজনের ওপর হামলা করে’।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে দুই পক্ষের সঙ্গে কথা বলি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by