ঢাকা

গাজীপুরের বিদেশগমনেচ্ছু মানুষ খুশী, জনশক্তি ও কর্মসংস্থান অফিস চালু

  প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৮:৪৩:০০ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর:

শিল্প অধ্যুষিত জনবহুল গাজীপুর জেলার বিদেশগামী মানুষরা নিবন্ধনসহ অন্যান্য কাজ করতে ঢাকায় যেতে হত। ঢাকায় গিয়ে কাজ করার দুর্ভোগ লাঘবে নিজ জেলায় জনশক্তি ও কর্মসংস্থান অফিসের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন বিদেশগমনেচ্ছুক মানুষ।

মঙ্গলবার বিকেলে শহরের রেল গেটসংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের নীচতলায় জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম জেলা কার্যালয় উদ্বোধন করেন। জেলায় অভিবাসী তথ্য উপকেন্দ্র চালু হওয়ায় খুশী বিদেশগামীরা।

গত মঙ্গলবার গাজীপুরে চালু হওয়া জনশক্তি ও কর্মসংস্থান নতুন অফিসে গিয়ে কথা হয় নিবন্ধন করতে আসা বিদেশগামী মানুষদের সাথে। তাঁরা মনে করেন, নিজ জেলায় অফিস হওয়ায় নিবন্ধন করতে এখন আর ঢাকায় যেতে হবে না। এতে তাদের কষ্ট কমবে এবং অতিরিক্ত টাকাও লাঘবে না। জেলার শ্রীপুর উপজেলার বরর্মী এলাকার খোরশেদ আলম সৌদি প্রবাসী। চার মাস আগে তিনি দেশে আসেন।

করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধে ঢাকা যেতে পারছিলেন না। জনশক্তি ও কর্মসংস্থান নতুন অফিস চালু হওয়ার সংবাদে নিবন্ধন করতে এসেছেন তিনি। গাজীপুর নগরীর কাশিমপুর চক্রবর্তী এলাকার মোসাদ্দেক হোসেন ভ্রমণ করতে অনেকবার বিদেশে গিয়েছেন। করোনা সংক্রমণ বাড়ায় বিদেশে ভ্রমণ বন্ধ। নতুন অফিস চালু হওয়ার খবর পেয়ে খুশীতে খোঁজ নিতে এসেছেন তিনি।

তাঁর মতে, এ জেলার বহু মানুষ চাকরি, ভ্রমণ, ব্যবসা ও চিকিৎসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যায়। এখন এ জেলার বিদেশগামী মানুষদের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন। বুধবার দুপুরে কথা হয় জনশক্তি ও কর্মসংস্থান গাজীপুর অফিসের সহকারী পরিচালক গোলাম মাওলা এর সঙ্গে।

তিনি জানান, প্রথম দিন ১৬জন এবং দ্বিতীয় দিন ১১জনের নিবন্ধন হয়েছে। বর্তমান নির্দেশনা মতে কুয়েত ও সৌদিগামীদের নিবন্ধন চলছে। আমরা চেষ্টা করবো বিদেশগামীদের সেবা দিতে। উপ পরিচালক মো: আসাদুজ্জামান মোল্লা বলেন, বিদেশে অবস্থানরত গাজীপুরের মানুষদের কল্যাণে সরকার জনশক্তি ও কর্মসংস্থান নতুন অফিস চালু করেছে। এখন থেকে এ জেলার কেউ বিদেশে গিয়ে মৃত্যুবরণ করলে লাশ দেশে আনা ও ক্ষতিপূরণ দাবী করা, প্রতারণার শিকার হলে প্রতিকার চাওয়া এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে জনশক্তি ও কর্মসংস্থান জেলা কার্যালয় উদ্বোধন করেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম।

আরও খবর

Sponsered content

Powered by