দেশজুড়ে

আট মাসের অন্তঃসত্তার হাতে ৯০ বছরের বৃদ্ধা খুন

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৬:২৩:২৩ প্রিন্ট সংস্করণ

আট মাসের অন্তঃসত্তার হাতে ৯০ বছরের বৃদ্ধা খুন

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে ৮ মাসের অন্তঃসত্ত্বা সাবিকুন্নাহারের (২৫) হাতে খুন হয়েছেন প্রতিবেশী ফুলজান (৯০)। (৩ জুন) সোমবার এ ঘটনাটি ঘটে। নিহত ফুলজান এ গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

ঘটনায় অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি এ গ্রামের তাঁরা মিয়ার মেয়ে। নিহত ফুলজানের বড় ছেলে মজিবুর রহমান জানান, সাবিকুন্নাহার ও তাঁর মায়ের সম্পর্ক খুব ভালো। মা পাড়া মহল্লায় ঝাড়ফুঁক করতেন।

সাবিকুন্নাহার তার পেট ব্যথার কথা বলে তার মাকে বাড়িতে নিয়ে যায় । মা দুপুরে লাঠিতে ভর দিয়ে সাবিকুন্নাহারের বাড়িতে যায়। প্রতিবেশীদের চিৎকারে জানতে পারেন, সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে তাঁর মাকে আঘাত করেছেন। তখন গিয়ে তিনি গিয়ে দেখতে পান তার মায়ের ঘাড়ে তিনটি আঘাতের চিহ্ন ।

তিনি আরো জানান তাঁর মায়ের সাথে সবসময় টাকা থাকতো, টাকার জন্যও তিনি খুন হয়ে থাকতে পারেন।অভিযুক্ত সাবিকুন্নাহার দাবি করেন- ফুলজান তাদের ঘরে চুরি করতে গিয়ে ছিলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে শাবলের ঘা লাগে ফুলজানের গলায়। প্রতিবেশী দরাজ মিয়া বলেন- আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান- অভিযুক্ত সাবিকুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content