রাজশাহী

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২১ , ৮:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে শারদীয় দুর্গোৎব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার জয়পুরহাট শহরের বারোয়ারী মন্দিরে পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষদের হাতে এসব বস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

জয়পুরহাট সনাতন পরিবার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সরকারী কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, জয়পুরহাট সনাতন পরিবারের আহবায়ক জীবন কুমার মিলন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবে ধনী গরীব সকলের মাঝে আনন্দ বিরাজ করাতে এ বস্ত্র বিতরণ সময়োপযোগী উদ্যোগ।

 

Powered by