দেশজুড়ে

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক সংকট-রুগীদের ভোগান্তি চরমে

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৪:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক সংকট-রুগীদের ভোগান্তি চরমে

মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি হলো চিকিৎসা সেবা,বর্তমানে নানাবিধ কারনে দিন দিন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ছুটে যান হাসপাতালে।বিত্তবানরা প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসা সেবা নিতে পারলেও অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঠিকানা সরকারি হাসপাতাল।

বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসা সেবা নিতে আসেন ৪ থেকে ৫ শত রোগী।

চিকিৎসক সংকটের কারনে অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের চিকিৎসা পত্র দায়িত্বে থাকা একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকই দিয়ে থাকেন।

হাসপাতালে আশা বিভিন্ন বয়সের রুগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় লাইনে দাঁড়িয়েও দেখা যায় বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা গ্রহণ ছাড়াই ফিরে যাচ্ছেন।

হাসপাতালে আশা ভুক্তভোগী রোগীদের অভিযোগ, সকাল থেকে চিকিৎসা সেবা নিতে  লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তবুও দেখা মিলছে না চিকিৎসকদের। 

চিকিৎসা নিতে আশা একজন ভুক্তভোগী  জানান সকাল থেকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে  ডাক্তারের  দেখা পেলেও সেই রোগের বিশেষজ্ঞ না হওয়ায় তাকে পাঠানো হয় অন্য চিকিৎসকের কাছে কিন্তু সেই চিকিৎসকও নেই নিজের চেম্বারে। 

সেবা প্রত্যাশী রাবেয়া খাতুনসহ বেশ কয়েকজন রোগীরা জানান, সকাল থেকে ডাক্তার দেখানো জন্য ঘণ্টা পর ঘণ্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। এখনো চিকিৎসকের দেখা মিলছে না।

বান্দরবান সদর হাসপাতালের দেয়া তথ্য মতে, প্রতিদিন সদর হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে ৪শত থেকে ৫শত জন রোগী সেবা নিতে আসেন। তারমধ্যে আউটডোরে সেবা নিতে আসে ২৭১ জন, ইনডোরে ৩০ জন ও ইমার্জেন্সিতে আসে ৪৪ জন রোগী।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, বান্দরবান সদর হাসপাতালের শয্যা সংখ্যা ১০০। সরকারি হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্ট ১২ জন থাকার কথা থাকলেও রয়েছে ৪ জন, জুনিয়র কনসালটেন্ট ২৭ জনের মধ্যে রয়েছে ৬ জন, মেডিকেল অফিসার ৫০ জনের মধ্যে রয়েছে মাত্র ১১ জন। 

এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট,ফার্মসিস্ট,হেলথ এডুকেটর,নার্স সহ বিভিন্ন বিভাগে আছে জনবল সংকট।

সদর হাসপাতাল ছাড়াও একই চিত্র জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

বর্তমান সংকট কাটাতে ২৫০ শয্যা বিশিষ্ট নির্মাণাধীন সদর হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কাজ চলছে কচ্ছপ গতিত,ঠিক কবে নাগাদ এর কাজ শেষ করে জনসাধারণের সেবা গ্রহণের সুযোগ হবে এ বিষয়েও বলতে পারছেন না উর্ধতন কর্তৃপক্ষ।

চিকিৎসক সংকট সহ জনবলের সংকটের কথা তুলে ধরে বান্দরবান জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মাহবুব রহমান  বলেন সদর  হাসপাতালে ১০০ শয্যার জনবল পদায়ন হয়নি।সদর হাসপাতাল সহ উপজেলা গুলোতে চিকিৎসকের সংকট আছে,ইতিমধ্যে মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে সমস্যা নিরসনে তদবির করে, উপর মহলে চিটি ও টেলফোন করেও সমস্যা সমাধানের কোন রাস্তা তৈরী হচ্ছেনা বলে অকপটে স্বীকার করেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা। 

তিনি বলেন হাসপাতালে জনবল সংকট থাকলেও আমাদের সেবা প্রদানের চেস্টার কোন ত্রুটি নেই।

দীর্ঘদিনের জেলার চিকিৎসা সেবা সংকট কাটাতে বর্তমান সরকারের উদ্যোগ গ্রহণের দাবী জানান জেলার সাধারণ মানুষ।

আরও খবর

Sponsered content