দেশজুড়ে

রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৩:৩৪:০৪ প্রিন্ট সংস্করণ

রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানজীম আব্দুল্লাহ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুর চাঁদপুর মহাসড়কে বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানজীম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার দুর্গাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানজীম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তানজীম কে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content