প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন পৌর বিএপির কাউন্সিল তথা নিবার্চনকে ঘিরে সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রাথর্ী আসাদুজ্জামান মিলন-এর প্যানেল ঘোষণা করে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির কাযার্লয়ে নেতাকমর্ীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অনান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন ছামাদ, বিএনপি নেতা সাইফুল আলম কিছলুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে এ প্যানেলে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা (বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সেই সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করে আসন্ন কাউন্সিলে পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিলকে ভোট দিয়ে নিবার্চিত করার আহ্বান জানান।