করোনাভাইরাস

ট্রায়ালে রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ৯:৩১:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মেডিকেল জার্নাল ল্যানসেটে রাশিয়ার স্পুটনিক টিকার শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, রুশ ওই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকর পাশাপাশি স্পুটনিক নিরাপদ বলে বিবেচিত হয়েছে। করোনা আক্রান্তদের সুরক্ষায় স্পুটনিক সম্পূর্ণভাবে কার্যকর বলেও জানানো হয়।

শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশের আগে টিকাটি প্রয়োগ শুরু করায় নানা ধরনের বিতর্কের তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, রুশ টিকার কার্যকরিতা এবং নিরাপত্তা এখন সবার সামনে।

এরমধ্য দিয়ে, স্পুটনিক, ফাইজার, অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা, মডার্না এবং জ্যানসেনের পাশে উঠে এলো।

যুক্তরাষ্ট্রে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং বেলজিয়ামে তৈরি জ্যানসেনের টিকা মতই রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি কাজ করে।

Powered by