দেশজুড়ে

শেরপুরে বাস টার্মিনালে যাত্রী পরিবহন পরিদর্শন করলেন পুলিশ সুপার

  প্রতিনিধি ১ জুন ২০২০ , ৬:১২:৩২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিস চালুর প্রথম দিনে বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমতিনি ১ জুন সোমবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা বাসস্ট্যান্ড ও অভ্যন্তরিণ বাস সার্ভিসের কাউন্টার ও বাসের ভেতরের অবস্থা পরিদর্শন করেন

ওইসময় তিনি যাত্রী সাধারণের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবাইকে সর্তক করেনসেইসাথে সরকার নির্ধারিত বাস ভাড়ার চাইতে বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে না নিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নির্দেশনা দেন

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

আরও খবর

Sponsered content

Powered by