দেশজুড়ে

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় বিষয়ক জনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় বিষয়ক জনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় বিষয়ক এক জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ ফেব্রয়ারি বিকেলে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি (সিপিপি)’র সহযোগীতায় এ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিসেস গ্লাডিস ফার্নান্দেজ। বিশেষ অতিথি ছিলেন অচলা নবরত্ন, মিঃ মার্ক লিন্ডবার্গ, মিসেস এ্যালিসিয়া ফেয়রফিল্ড, রেস্টি লু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, এম ক্রস ম্যানেজার মো. হারুন অর-রশিদ, টেকনিক্যাল অফিসার মো. মামুনর রশিদ, ইউএলও মো. হান্নান, প্রোগ্রাম অফিসার মো. সুলতান মাহমুদ, মাসুম আহমেদ, ডেপুটি ম্যানেজার নাজমুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রাম অফিসার মো. সাদিদ হোসেন।

আরও খবর

Sponsered content