ঢাকা

কিশোরগঞ্জে রেইজ প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে রেইজ প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেফারেল এবং আরপি এল সংক্রান্ত রেইজ প্রকল্পের ভূমিকা বিষয়ে অবহিত করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রবাসী ওয়েল ফেয়ার সেন্টার কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেইস প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব ) সৌরেন্দ্র নাথ সাহা।

“প্রত্যাগত অভিবাসী ফিরে এলে ও পাশে আছি ” প্রতিপাদ্য নিয়ে ১৩ ফেব্রুয়ারি( মঙ্গলবার) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার ,সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুবেল মাহমুদ।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবর, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. শরীফুল্লাহ খান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিশোরগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, বামরু প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার সাহারিন মনির, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, প্রবাসী ওয়েল ফেয়ার সেন্টারের কর্মকর্তা স্বেচ্ছাসেবী বৃন্দ সহ প্রবাসী প্রত্যাগত ও অভিবাসীদের পরিবারের সদস্যবৃন্দ অত্র সেমিনারে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by