প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৮:২১:০০ প্রিন্ট সংস্করণ
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ শুরু করেছেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স ক্লাব অব ঢাকা চাম্পিয়ান্স এর বোর্ড অব ডিরেক্টর লায়ন মো. আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রেখে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. ছাইফুল আলম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।