দেশজুড়ে

উখিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৮:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া পালংখালি ইউনিয়নের বালুখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ১২৬ পরিবারকে সহায়তা হিসেবে ৩ বান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ স্থানীয়দের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহেসান খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। গত ২২ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৮নং ও ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় শতাধিক পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়। যারা এখনো গৃহহারা ও সম্বলহীন।

আরও খবর

Sponsered content

Powered by