চট্টগ্রাম

দেবীদ্বারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলেন যুবক

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৪ , ৫:০৪:০৪ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলেন যুবক

কুমিল্লার দেবীদ্বারে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে নিজেই ফেঁসে গেলেন আতিকুর রহমান নামে এক যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাপানগর গ্রামের আবু তাহের ও রুহুল আমিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে হামলা-মামলা চলে আসছে।

ওই ঘটনায় রুহুল আমিনের পক্ষের মো. আলমের পুত্র মো. আতিকুর রহমান প্রতিপক্ষের লোকদের হয়রানি করতে নিজ ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে আটক হন, পরে তাকে গ্রামবাসী পুলিশের নিকট সোপার্দ করেন। পুলিশের নিকট প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ ঘরে আগুন লাগানোর সত্যতা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। আটক মো. আতিকুর রহমান(২৩) চাপানগর গ্রামের মো. আলমের পুত্র।

অগ্নিকাণ্ডের ঘটনায় মো. শরীফ হাজারী বাদী হয়ে আতিকুর রহমান(২৩), তার পিতা মো. আলম(৩৮) এবং চাচা রুহুল আমিন(৪০)সহ ৩ জনকে অভিযুক্ত করে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে মামলা দায়ের করেন। (মামলা নং-২১, তারিখ-২৭/০১/২০২৪ইং)।

পরে বিকেল ৩টায় আটক আতিকুর রহমানকে কুমিল্লা বিশেষ কোর্ট হাজতে চালান করেন বলে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রেজওয়ানুল ইসলাম জানান।

উল্লেখ্য ওই গ্রামে গত বুধবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টায় জমিসংক্রান্ত পূর্বশর্তæতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর নারীসহ দু’পক্ষের অন্তত: ৩০ জন আহত ঘটনায় ২৬ জানুয়ারি দু’পক্ষের পৃথক দুটি মামলায় ৪২ জনকে অভিযুক্ত করা হয়েছিল।

সংঘর্ষে ঘটনায় প্রতিপক্ষের মো. মোশাররফ হোসেন কর্তৃক গত ২৬ জানুয়ারি দায়ের করা মামলার ৬ নম্বর অভিযুক্ত ছিলেন মো. আতিকুর রহমান।এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাপানগর গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা-হামলা চলে আসছে। প্

রতিপক্ষকে ঘায়েল করতে গত রাতে নিজ ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালানোর সময় জনতার হাতে আটক হয় এবং পরে থানা পুলিশের কাছে সোপার্দ করে। প্রতিপক্ষকে ঘায়েল করতেই নিজ ঘরে আগুন দেয়ার সত্যতা স্বীকার করেছেন আটক আতিকুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by