খেলাধুলা

বিশ্বকাপে খেলবো কখনো ভাবিনি : সিরাজ

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৭:৫৪:০১ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে খেলবো কখনো ভাবিনি : সিরাজ

মোহাম্মদ সিরাজের গল্প যে কারো জন্য অনুপ্রেরণার। এই পেসারের বাবা রিকশাচালক ছিলেন। ২০২০ সালে সিরাজ যখন জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে তখন তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। দলের কথা ভেবে বাবাকে শেষ দেখা হয়নি সিরাজের।

ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন। বছর কয়েকের ব্যবধানে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিরাজ। পেস বোলিং লাইনআপের অন্যতম অস্ত্র এই ডানহাতি পেসার। ঘরের মাঠে এবার প্রথমবার বিশ্বকাপ দলের অংশও হয়ে গেছেন সিরাজ।

তবে সিরাজ জানিয়েছেন, তিনি কখনো ভাবেননি যে বিশ্বকাপ খেলতে পারবেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরাজ বলেছেন, ‘যদি সত্যি বলি, আমি কখনো ভাবি নাই যে বিশ্বকাপ খেলব। কারণ, আমি খুবই নিম্ন পারিবারিক অবস্থা থেকে এসেছি।’

পাকিস্তানের বিপক্ষে গতকাল দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সিরাজ। আবদুল্লাহ শফিক ও বাবর আজমের উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময় চাপের হয় জানিয়ে সিরাজ বলেছেন, ‘ভারত এবং পাকিস্তান ম্যাচ সব সময় অন্য লেভেলের। অন্য রকম চাপের। এটা আমি আজ দেখেছি। আমার ভালো অনুভূত হচ্ছে।’

Powered by