ফ্লাইট বাতিলের প্রতিবাদে রাজধানীর কারওয়ার বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি আরবগামী প্রবাসীরা। শনিবার সকাল ৯টার দিকে তারা বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি যাওয়ার উদ্দেশে ঢাকায় এসে ফ্লাইট বাতিলের বিষয়টি জানতে পারেন প্রবাসীরা। পরে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, লকডাউনে অনেক ভোগান্তি সহ্য করে ঢাকা এসেছেন তারা। আসার পর ফ্লাইট বাতিলের বিষয়টি জানতে পাড়েন তারা। লকডাউনে সবই সচল, তাহলে ফ্লাইট কেন বন্ধ থাকবে?

উল্লেখ্য, শনিবার বাংলাদেশে থেকে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।