দেশজুড়ে

আইডিইবি ভবনে ভাঙচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৭:৫৮:০৭ প্রিন্ট সংস্করণ

আইডিইবি ভবনে ভাঙচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে আইডিইবি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

এতে উপস্থিত ছিলেন, আইডিইবি লক্ষ্মীপুর জেলার সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ-সভাপতি মলয় কর্মকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবদুল খালেক, সদস্য এজাজা পাটোয়ারী প্রমুখ।

বক্তরা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। তারপরও বিনা উস্কানিতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর (শনিবার) ঢাকা বিএনপির সমাবেশ থেকে সন্ত্রাসী কর্তৃক কাকরাইলে আইডিইবি ভবনে আগুন এবং গাড়িতে অগ্নিসংযোগ পূর্বক ব্যাপক ক্ষতি করা হয়।

আরও খবর

Sponsered content

৭ জন গেলে জাতীয় সংসদ অচল হবে না : ওবায়দুল কাদের

গৌরনদীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরন

আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক সভা

প্রবীন শিক্ষক মাওলানা সাইফুল মুলক এর জানাজা সম্পন্ন

প্রবীন শিক্ষক মাওলানা সাইফুল মুলক এর জানাজা সম্পন্ন

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

লালপুরে খাল খননের দাবি কৃষকদের

লালপুরে খাল খননের দাবি কৃষকদের