দেশজুড়ে

বরিশালে সংঘর্ষ : ১২ আ.লীগ নেতা-কর্মীর জামিন

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১ , ৫:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

প্রশান্ত কুন্ডু, বরিশাল।:
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের বাগবিতণ্ডার জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের করা দুই মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালত।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তাদের জামিন মঞ্জুর হয়।
জামিনপ্রাপ্তরা হলেন— ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী, মমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন কবির হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, নাসির উদ্দিন।
এদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু।
তিনি জানান, আমরা গ্রেপ্তার ২১ জনের জামিন আবেদন করেছিলাম। আদালত ইউএনও মুনিবুর রহমানের করা মামলায় তিনজনকে এবং কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিকের করা মামলায় ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। তবে তিনজন উভয় মামলার আসামি। তারা জামিন পেয়েছেন। অর্থাৎ মোট ৯ ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।
বাকি আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা পরবর্তী তারিখে বাকি আসামিদের জামিনের আবেদন করব।

আরও খবর

Sponsered content

Powered by