দেশজুড়ে

মাঝিরঘাটে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:০৫:২০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: করোনা মহামারির কারণে মাঝিরঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে চট্টগ্রাম জাতীয় নির্মান শ্রমিকলীগের উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

রবিবার (২৬ এপ্রিল) কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, করোনা মহামারির কারণে নগরীর ব্যস্ততম এই মাঝিরঘাট এখন নিশ্চুপ হয়ে গেছে। এই ঘাটকে কেন্দ্র করে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো কাজ না থাকায় আজ তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মানুষ মানুষের জন্য, আর একজন রাজনীতিবিধ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। কারণ রাজনীতি তো মানুষের জন্যই করি। তাই আমি আশা করবো সমাজের সকল বিত্তবান মানুষরা ও এই অসময়ে সাধারণ মানুষের পাশে এসে দাড়াঁবেন।

আরও খবর

Sponsered content