প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৮:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আ’লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দলীয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়। আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বৃক্ষ রোপণ করা হয়। পরে আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা আহম্মদ হোসেন বিপ্লব, আ’লীগ ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, ছাত্রলীগ নেতা তামিম ও তারেক আজিজ। পরিচালনায় ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি রফিউল ইসলাম। আলোচনা শেষে ডিগ্রী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।