রংপুর

সুন্দরগঞ্জে মাদক সম্রাট লাজু গ্রেফতার

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:২৫:৫৯ প্রিন্ট সংস্করণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১২ পিস ইয়াবা ও ২১ টি হিরোইনের পুরিয়াসহ মাদক সম্রট লাজু সরদারকে গ্রেফতার করেছে।
থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মাদক ব্যবসায়ী লাজু সরদার (৪০) কে গ্রেফতার করে। পরে ধৃত লাজুর দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা, ২১ টি হিরোইনের পুরিয়া ও বাড়ি তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাজু সরদার পৌর সভার ৩ নং ওয়ার্ডের মৃত কামাল সরদারের ছেলে। এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ একটি মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাজু সরদারের বিরুদ্ধে এ পর্যন্ত মাদক আইনের ৮ টি মামলা চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content