রাজধানী

অকারণে বের হয়ে ঢাকায় গ্রেফতার আরও ৩০৩

  প্রতিনিধি ১ আগস্ট ২০২১ , ৯:০৮:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

কঠোর বিধিনিষেধের দশম দিনে নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হয়ে ঢাকায় গ্রেফতার হয়েছেন আরও ৩০৩ জন। এছাড়া ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া জরুরি কাজ ছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by