বাংলাদেশ

অক্সফোর্ডের টিকার অগ্রাধিকার পাবে বাংলাদেশ : ব্রিটিশ হাইকমিশনার

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ২:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

রবার্ট ডিকসন। পুরোনো ছবি।

ভোরের দর্পণ অনলাইন:

ট্রায়ালে বাংলাদেশ না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।

ডিক্যাবের সদস্যদের সঙ্গে সকালে জুম মিটিংয়ে রবার্ট ডিকসন করোনা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন। মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের গণহত্যার স্বীকারোক্তি মিয়ানমারের বিচারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

তবে রোহিঙ্গাদের ফেরাতে তাদের নাগরিকত্ব পাওয়ার ওপর জোর দেওয়ার তাগিদ দেন রবার্ট ডিকসন। রোহিঙ্গা সংকট,  জলবায়ু পরিবর্তন এবং করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by