দেশজুড়ে

অতিরিক্ত ‘গরমে’ রিকশা চালকের মৃত্যু

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২১ , ৫:৩৫:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বরিশালে ‘অতিরিক্ত গরমে’ রিকশা চালানো অবস্থায় এক বৃদ্ধ চালকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, হিটস্ট্রোক এই মৃত্যুর কারণ হতে পারে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই রিকশা চালকের নাম রাজা মিয়া (৬৭)। তিনি নগরীর মথুরানাথ স্কুল গলির বুলবুল মিয়ার ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, রাজা মিয়া তার রিকশা নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কাঁপুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেয়ার চেষ্টা চালানো হয়।

বরিশাল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফিয়া সুলতানা বলেন, রাজা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গরমের কারণেও মারা যেতে পারেন বলে ধারণা চিকিৎসকের।

মৃতের ছেলে ইমন মিয়া মুঠোফোনে জানান, লাশ নিয়ে তারা গ্রামের বাড়ি ঝালকাঠী চলে গেছেন। সেখানে তাকে দাফন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by