দেশজুড়ে

অপরাধ দানা বাঁধার আগেই তথ্য দিয়ে সহায়তা করুন: বিএমপি কমিশনার

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান

প্রশান্ত কুন্ডু, বরিশাল:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানা বাঁধার আগেই তথ্য দিয়ে সহায়তা করুন।
শনিবার ( ৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টায় বন্দর থানা ওপেন হাউজ ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন, আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি, অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।
বন্দর থানা অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ) মো. আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি প্রমুখ।
উল্লেখ্য, প্রতি মাসের ৪ তারিখ বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও খবর

Sponsered content

Powered by