বাংলাদেশ

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২১ , ৫:০৭:৩০ প্রিন্ট সংস্করণ


জাতিকে অশিক্ষিত করার ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ৪টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সংগঠন গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে জাতিকে অশিক্ষিত করার ষড়যন্ত্র করছে। এখনই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এজন্য সরকার অনেক ধরনের ব্যবস্থা করতে পারে।

প্রথমত সব ছাত্র-শিক্ষক-কর্মচারীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। দ্বিতীয়ত প্রতি সপ্তাহে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের দুইদিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারে। শিক্ষার্থীদের তিন ভাগে ভাগ করে, এক ভাগের সপ্তাহে দুই দিন ক্লাস-পরীক্ষার কার্যকর ব্যবস্থা করতে পারে। এতে শিক্ষা জীবন কিছুটা হলেও রক্ষা পাবে এবং উচ্চ শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে। যদি সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে গণতান্ত্রিক বাম ঐক্য মনে করে জাতিকে বর্তমান সরকার অশিক্ষিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা সরকারকে আহ্বান করছি, এখনই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতিকে মেধা শূন্য হওয়ার হাত থেকে মুক্তি দিন।

গণ সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by