রংপুর

আটোয়ারীতে থানা পুলিশের জনসচেতনতামূলক প্রচারভিযান

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৯:১১:৪২ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার এবং গোয়ালদীঘি পল্লীবিদ্যুৎ মোড়ে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত প্রচারভিযান চালিয়েছেন।

প্রচারভিযানের অংশ হিসেবে এসময় বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে পুলিশ ফ্রি মাস্ক বিতরণ করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন সহ অন্যান্য পুলিশ অফিসাররা এসময় বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন এবং হ্যান্ড মাইক দিয়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে নিজেকে এবং পরিবার ও সমাজকে সুরক্ষায় সচেতন থাকতে পরামর্শ দেন।

এসময় এসআই দীপেন্দ্র নাথ সিংহ, এসআই প্রদীপ রায়, এসআই রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by