দেশজুড়ে

আটোয়ারীতে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৮:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চলমান করোনা ভাইরাস(কোভিড-১৯)এর  প্রতিকুলতায় উপজেলার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীদাসী আশ্রয়ন ও আবাসন প্রকল্পের অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল ও আলু সমন্বিত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন সৈয়দপুর ২৯ বীর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মাহামুদ। এসময় ওয়ারেন্ট অফিসার মো. মকবুল হোসেন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো: মাহামুদ বলেন, চলমান কোভিড-১৯ সংকটে সরকারী-বেসরকারী এবং ব্যক্তিগত উদ্দ্যোগে দেশের মানুষকে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মানুষের এ ক্রান্তি লগ্নে আমরাও সরকার থেকে যে খাদ্য সামগ্রী পাই তার কিছু অংশ অসহায় মানুষকে সহায়তা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আশ্রয়ন ও আবাসন প্রকল্পের শতাধিক হতদরিদ্র পরিবারকে সেনা সদস্যরা খাদ্য সহায়তা প্রদান করেন। 

আরও খবর

Sponsered content

Powered by