আন্তর্জাতিক

আবারও ভ্যাকসিন সংকটে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আবারও করোনার টিকার সঙ্কট দেখা দিয়েছে। তবে সঙ্কট সত্ত্বেও টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে, দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে টিকার কার্যকারিতে পরীক্ষায় ট্রায়াল শুরু করেছে জনসন এন্ড জনসন।

জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে দক্ষিণ আফ্রিকায়। ভ্যাকসিনটি কার্যকর কিনা তা পরীক্ষায় দেশটির স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হবে। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে জনসন এন্ড জনসনের টিকার কার্যকারিতা পর্যবেক্ষণের ওপর জোর দেবেন বিজ্ঞানীরা।

রাশিয়ার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বসনিয়ায়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন বয়সী সাধারণ মানুষকেও টিকার আওতায় নিয়ে আসা হবে।

এদিকে চীনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সিনোফার্মের ৫ লাখ ডোজের দ্বিতীয় চালান পৌঁছেছে সার্বিয়ায়। ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়াতেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে।

ভ্যাকসিন স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাঁচটি বড় টিকাদান কেন্দ্র। ভ্যাকসিন স্বল্পতা সত্ত্বেও অঙ্গরাজ্যটির অন্যান্য স্থানে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচি এগিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে পাকিস্তান। চীনের উদ্ভাবিত ক্যানসিনো টিকার প্রায় ৭৫ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর এই অনুমোদন দিয়েছে পাকিস্তানের ওষুধ প্রশাসন।

আরও খবর

Sponsered content

Powered by