ঢাকা

আশুলিয়ায় দুই গরু ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৭:১২:১৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গরুর হাট থেকে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটৈছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার খেজুর বাগানের গরুর হাট থেকে ফেরার পথে টঙ্গীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহতরা হলেন, ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। এছাড়াও গাড়ির চালককেও পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আহতদের সাভার সীমা জেনারেল হাসপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে। আহত গরু ব্যবসায়ী হাজী আমজাদ হোসেন বলেন, আশুলিয়ার খেজুরবাগান এলাকার গরুর হাটে গরু বিক্রির শেষে বুধবার রাতে ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে যানজটের কারণে টঙ্গীবাড়ীর ভেতরের সড়ক দিয়ে রওয়া হই। কিছুদূর যেতেই বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা দেখে গাড়ি থামিয়ে দেয় চালক। এ সময় রাস্তার দুই পাশ থেকে ৭-৮ জন ছিনতাইকারীর একটি দল দেশীয় অস্ত্রসহ কাছে এসে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এ সময় আমার সঙ্গে থাকা গরু ব্যবসায়ী আবু সাইদের বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে সাত লাখ ৩০ হাজার টাকা ও আমাকে রড দিয়ে পিটিয়ে আট লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দ্রæত সাভারে এসে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেই আমার। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু বলেন, প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by