বাংলাদেশ

আ.লীগ একবারের জন্য ভাসানীর নাম উচ্চারণ করে না : ফখরুল

  প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৭:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মওলানা ভাসানীর নেতৃত্বে পাকিস্তান হওয়ার পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ভাসানী। আজকে একবারের জন্যও আওয়ামী লীগ তার নাম উচ্চারণ করেনি। আর আওয়ামী লীগ মনে করে একটি ভাষণই স্বাধীনতা এনে দিয়েছে।’

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই কাউকে ছোট করার জন্য নয়, কোনো নেতাকে ছোট করার জন্য নয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্যই হচ্ছে মুক্তিযুদ্ধে যার যা অবদান আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ।’

বিএনপির এই নেতা বলেন, ‘মাওলানা ভাসানী একজন ম্যাজিক্যাল নেতা ছিলেন। তিনি আজীবন খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করেছেন। আর যারা দিনের পর দিন এদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করে গেছেন, আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা ভুলে যাই, স্মরণ করি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের খেতাব তুলে নেয়ার সঙ্গে কিছু যায় আসে না। শহীদ জিয়া এদেশের মানুষের হৃদয়ে আছে এবং থাকবেন।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ বক্তব্য দেন।

আরও খবর

Sponsered content

Powered by