বাংলাদেশ

ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ তারিখ থেকে

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৬:২৭:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা ২২ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের ইজতেমা শেষ করবেন।

তথ্যমতে, শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিদেশি অতিথিদের জন্য একই সুযোগ-সুবিধা থাকছে। বিদেশি মেহমানরা ইজতেমা মাঠেই অবস্থান করবেন এবং ইজতেমা শেষে তারা যার যার গন্তব্যে চলে যাবেন।

 

আরও খবর

Sponsered content

Powered by