বাংলাদেশ

ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার মামলা

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ৫:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। পণ্যের নগদ টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশান থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর-১৪। মামলায় তিনি ই-অরেঞ্জের ৫ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেছেন। এছাড়াও ১১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের কথাও উল্লেখ করেন মামলায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content

Powered by