বাংলাদেশ

ঈদ উপলক্ষে রেলের আয় প্রায় পৌনে ৭ কোটি টাকা

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৭:২৫:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে পাঁচ দিনে অর্থাৎ ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ট্রেন যাত্রায় রেল মন্ত্রণালয়ের আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা। এ সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন। যা এর আগের ঈদের তুলনায় ১ কোটি ১০ লাখ ২৮ হাজার ২৬২ টাকা বেশি।

রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় এ তথ্য জানান রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

সভায় গত কয়েকটি ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে সরদার সাহাদাত আলী বলেন, ২০২২ সালের ঈদুল ফিতরে ঈদ যাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৯৬৩ জন। আয় হয়েছিল ৫ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৪৭৮ টাকা।

তিনি বলেন, গত বছরের ঈদুল আযহায় ঈদ যাত্রায় ঢাকা থেকে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৫১৯ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ৬১ লাখ ৩৩ হাজার ৫৪৭ টাকা।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণকারী সবাই এবারের টিকিট বিক্রয়ের পদ্ধতিকে স্বাগত জানান এবং আগামী ঈদগুলোতেও একই ভাবে শতভাগ অনলাইনে দেওয়ার প্রস্তাব করেন।

আরও খবর

Sponsered content

Powered by