চট্টগ্রাম

রাউজানে গাছের চারা রোপন করলেন কৃষিমন্ত্রী

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৮:২৪:০১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম জেলা প্রশাসনের ২০২৩ সালে ২৩ লাখ চারা লাগানোর কর্মসূচির অংশ হিসেবে রাউজানে ৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। রোববার (১৭ জুলাই) সকালে রাউজান সরকারি কলেজ মাঠে ফলের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

প্রধান অথিতির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে পারে এমন কোনো শক্তি নেই। বিএনপির নৈরাজ্য মোকাবিলা করবে প্রশাসন। যেকোনো মূল্যে বিএনপির অরাজকতা মোকাবিলা করতে হবে। বিএনপিকে চরম মূল্য দিতে হবে। উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

এ প্রকল্পের আওতায় পুরো রাউজানে রোপনকৃত পাঁচ লাখ চারার মধ্যে আছে, চালতা, আম, কাঁঠাল, নারিকেল, বাতাবি লেবু, আমড়া, জামরুল, হরীতকী, বহেড়া, গাব, লটকন, আমলকী, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, আতা ইত্যাদি গাছ লাগানো হবে। চারা লাগানো কাজের তদারকিতে ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে ২৩ জন ট্যাগ কর্মকর্তা ও ১২৩ জন সহকারী কর্মকর্তা। এছাড়া ইউনিয়ন পরিষদের স্ব স্ব চেয়ারম্যান, ইউপি সদস্যরা তদারকি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

আরও খবর

Sponsered content

Powered by