রাজশাহী

ঈশ্বরদীতে পণ্যের দাম না বাড়ানোর নির্দেশ

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৬:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

 

লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি না করা ও মূল্য তালিকা ঝুলানোর জন্য ব্যবসায়ীদের আহবান জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস। বৃহস্পতিবার ঈশ্বরদীসহ ও দাশুড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন তিনি।

 

ইউএনও পিএম ইমরুল কায়েস বলেন, প্রতিটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য তালিকা ঝুলিয়ে দিতে হবে এবং প্রতিদিন দ্রব্যের বাজার মূল্য আপডেট করতে হবে। পরবর্তীতে দোকানে মূল্য তালিকা না থাকলে বা মূল্য তালিকা অনুযায়ী পণ্য সামগ্রী বিক্রি না করলে জরিমানাসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Powered by