দেশজুড়ে

উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার হচ্ছে হারানো মোবাইল

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৮:০৭:১৮ প্রিন্ট সংস্করণ

উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার হচ্ছে হারানো মোবাইল

বান্দরবান সদর থানার অভিযানে হারানো মোবাইল উদ্ধার পরবর্তী তা মূল মালিকের কাছে হস্তান্তর করেছে বান্দরবান সদর থানা। বুধবার (২৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের মোবাইল হস্তান্তর করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন হারানো মোবাইল সংক্রান্ত থানায় কোন জিডি হলে আমরা তা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা উদ্ধারে কাজ করি, প্রত্যেক মানুষ আইনগত সহায়তার জন্য থানায় আসলে আমরা চাই তাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে।

তিনি বলেন গত ২০ দিনের অভিযানে আমরা ২২ টি মোবাইল উদ্ধার পরবর্তী তা মূল মালিকের কাছে হস্তান্তর করছি এবং আরো অনেক গুলো মোবাইল উদ্ধার প্রক্রিয়াধীন আছে। এসময় হারানো মোবাইল উদ্ধার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশ সুপার এবং পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন হারানো মোবাইল ফিরে পাওয়া ভুক্তভোগীরা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by