রাজশাহী

সোনাতলায় অধ্যক্ষ লীটনের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবি শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২১ , ৬:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলা পৌরসভা নির্বাচন পরবর্তী নির্বাচনী সহিংশতায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী মেয়র নান্নুর বাহিনীর হামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটনসহ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টায় উক্ত কলেজের সামনে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উপাধ্যক্ষ রবিউল আওয়াল বিপ্লবের নের্তৃত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উক্ত কলেজের প্রভাষক ওয়াসিম রুমানা, নুর আলম লিখন, জুলফিকার রহমান টিটো প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, শ্যামলী রানী চক্রবর্তী, কাওছারুজ্জামান, মামুনারা আক্তার জাহান, আব্দুল মোত্তালিব, জলি রানী কুন্ড, সুজন মিয়া, গোলাম মোস্তফা, শহিদুল বারী, হোসনে আরা, রেজাউল করিম, সালেহ আহম্মেদ, ওমর ফারুক, রাজু মিয়া, আব্দুর রহিম, উজ্জল হোসেন, লায়লা নাছরিন, মেহদেী হাসান, লাভলু প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by