রংপুর

উলিপুরে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ

উলিপুরে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের সৈয়দ আলীর ছেলে।থানা পুলিশ জানায়, বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের জয়কালী ভাটার মালিক সাইদুল ইসলাম শেয়ার পার্টনারদের নিকট থেকে চেক দিয়ে টাকা নিয়ে তা আত্মসাৎ করে।

এই সংক্রান্তে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পলাতক ছিল আসামি সাইদুল।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহ আলম, এসআই মিজানুর রহমানসহ সংগীত ফোর্স অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ৬ টি ওয়ারেন্টভুক্ত ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by