রাজশাহী

উল্লাপাড়ায় খোলা আকাশের নিচে ঠাঁই নেয়া পরিবারকে এমপির সহায়তা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৭:২৬:১৩ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার শাহিকোলা গ্রামের হত দরিদ্র কৃষক কাফি প্রামানিকের বাড়িতে বৈদ্যুতিক সট সার্কিটে আগুনে লাগে। সেই আগুনে কৃষক কাফির ঘরসহ ঘরে থাকা তার সর্বস্ব পুড়ে শেষ হয়ে যায়। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে অসহায় মানুষটির ঠাঁই হয় খোলা আকাশের নিচে।

কনকনে শীতে এই পরিবারটিকে খোলা আকাশের নিচে গত এক সপ্তাহ কোন রকম খেয়ে পরে মানবেতর জীবন যাপন করছিল। বিষয়টি জানতে পেরে উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমাম পরবারটির প্রতি মানবিক সহায়তার হাত বাড়ান।

তিনি পরিবারটিকে দুই বান্ডিল ডেউটিন, নগদ টাকা, চাল, নিত্যপণ্য বাজার, শীতবস্ত্র দিয়েছেন। এমপির ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল রোববার দুপুরে ওই কৃষকের বাড়িতে গিয়ে এ সহায়তা পৌঁছে দেন। ওই কৃষকের ঘরটিও তৈরি করে দেয়ার ঘোষণা দেন এমপি।

এমপির ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল রোববার দুপুরে ওই কৃষকের বাড়িতে গিয়ে এ সহায়তা পৌঁছে দেন। এসময় ওই কৃষক ও তার পরিবার এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content

Powered by