দেশজুড়ে

এইচএসসির ফলাফলে শীর্ষে সরদার আছমত আলী মহিলা কলেজ

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৩ , ৪:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

এইচএসসির ফলাফলে শীর্ষে সরদার আছমত আলী মহিলা কলেজ

২০২৩ সালে এইচএসসির ফলাফলে বরাবরের মতো জেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করেছে মনোহরদী সরদার আছমত আলী মহিলা কলেজ। জেলায় মহিলা কলেজ হিসেবে ফলাফলে শীর্ষস্থান দখলে রেখেছে এই কলেজ।

কলেজটি থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার জন্য ২৫১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও ২৪৮ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৪৮ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ২৫জন ছাত্রী। পাশের হার ৯৮ ভাগ।

সরদার আছমত আলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন জানান, কলেজের সব বিষয়েই কর্তৃপক্ষ অত্যন্ত যত্নশীল। প্রতিষ্ঠানটিকে সার্বিক মানদন্ডে এগিয়ে রাখার জন্য আমাদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও গভর্ণিং বডির আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি ভালো ফলাফল অর্জন করে আসছে। বেশ কয়েকবার শতভাগ শিক্ষার্থী পাশ গৌরব অর্জন করে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content

Powered by